কবিতাসংগ্রহ/আসন্ন, শুশ্রূষার বার্তা/৯
(পৃ. ৯৫)
৯
বাজো, প্রাকৃত-বচন, বেজে ওঠো
কথার জাঙাল ভেঙে। আনো
শাকস্তুরী গান, দ্বিধা ছিড়ে-খুঁড়ে এই
আতুরের দেশে। পোড়ামাটি
থেকে গড়ো রাধিকা-সুন্দরী, নাচো
মাঘমণ্ডলের গীতে হেলিয়া দুলিয়া।
বাজো, বাজো প্রাকৃতবচন, জেগে ওঠো
বাস্তুর সন্ধানে। কথার জাঙাল ভেঙে
নিয়ে এসো শাকম্ভরী গান।