কবিতাসংগ্রহ/কাব্যপরিচয়

কাব্যপরিচয়

তুমি সেই পীড়িত কুসুম

প্রকাশক: শ্রী প্রশান্ত মিত্র। নবার্ক। ডি সি ৯/৪ শাস্ত্রীবাগান, পোঃ দেশবন্ধুনগর কলকাতা ৭০০০৫৯
নবার্ক সংস্করণ: শ্রাবণ ১৩৯৪ (জুলাই ১৯৮৭)
রচনাকাল: ১৩৮০—১৩৯৩
প্রচ্ছদ: শ্রী অপরূপ উকিল
মুদ্রক: শ্রী অসীম সাহা। দি প্যারট প্রেস।
৭৬/২ বিধান সরণী, ব্লক কে ১, কলকাতা ৭০০০০৬
স্বত্ব: শ্রীমতী স্বপ্না ভট্টাচার্য
কবিতা সংখ্যা। ৫২। পৃষ্ঠা ৬৪। দাম পনেরো টাকা।

বইয়ের ভূমিকায় কবি জানিয়েছেন:

“‘তুমি সেই পীড়িত কুসুম’ যখন প্রকাশিত হয়েছিল, নানা ডামাডোলের মধ্যে সংকলনের প্রতি সুবিচার করতে পারি নি। নতুন সংস্করণের অনিবার্য প্রয়োজন যদিও অনুভব করেছি, অনেকদিন কেটে গেছে প্রস্তুতিতে। পুরোনো বই থেকে কিছু কিছু কবিতা বাদ দিয়ে বিভিন্ন লিটল ম্যাগাজিন থেকে নতুন কবিতা গ্রথিত করেছি। পীড়িত কুসুমের মূল অনুভব যেহেতু নানা স্বরন্যাসে এসব কবিতায় অভিব্যক্ত, নবার্ক সংস্করণে সংকলনের পুরোনো নামটি বজায় রইল।

অগ্রজ কবি শ্রদ্ধেয় শ্রী বিরাম মুখোপাধ্যায় যদি আন্তরিকভাবে আগ্রহী না হতেন, সুষ্ঠু প্রকাশনার আকাঙ্ক্ষা হয়তো বা অপূর্ণই থেকে যেত। রূপদক্ষ প্রকাশক হিসেবে তিনি বিশ্রুতকীর্তি, তাকে মামুলি ধন্যবাদ জানাব না। তার কাছে আমার কৃতজ্ঞতার অন্ত নেই। যাদের যত্ন ও পরিশ্রম ছাড়া প্রাথমিক পাণ্ডুলিপি তৈরি করা অসম্ভব ছিল, তাদের কাউকে বাচনিক কৃতজ্ঞতা জানাতে পারছি না। কেননা এদের একজন আমার ভাই তমোজিৎ, আর অন্যজন শংকর দেব, স্নেহভাজন ছাত্র। এছাড়া কবিতা কপি করে দিয়েছে স্নেহাস্পদ নুপূর ও পার্থ। চূড়ান্ত পাণ্ডুলিপি দেখে সুচিন্তিত মতামত জানিয়ে সাহায্য করেছেন বন্ধু। চণ্ডীদাস ভট্টাচার্য। খুব যত্ন নিয়ে প্রুফ দেখেছেন শ্রীমতী মমতা চাকী, তাঁকে অশেষ ধন্যবাদ। গত চোদ্দ বছরের রচনা থেকে যখন পাণ্ডুলিপি তৈরি করছি, অগ্রজ কবি শক্তিপদ ব্রহ্মচারী ও অনিশ’ সম্পাদক শ্যামলেন্দু চক্রবর্তীকে মনে পড়েছে বারবার। সেই সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন লিটল ম্যাগাজিনের কাছে এই সুযোগে আমার ঋণ স্বীকার করছি। বিশেষভাবে মনে পড়ছে কবিবন্ধু অরুণকুমার চন্দকে। আজ সে আর নেই;তার অনুপস্থিতি বড়ো মর্মান্তিকভাবে বুঝতে পারছি— আরো অনেক দিন বুঝব।”

সংযোজন

ঐ ভূমিকায় উল্লিখিত শতক্রতু সংস্করণের বর্জিত কবিতাগুলি এই অংশে ছাপা হয়েছে।

শতক্রতু সংস্করণ: শ্রীপঞ্চমী ১৩৮৪
রচনাকাল: ১৩৮০–১৩৮৩
প্রকাশক
শ্রীমতী স্বপ্না ভট্টাচার্য। শতক্রতু প্রকাশনী। শ্রীগৌরাঙ্গ পল্লী। শিলচর ৭৮৮০০২
প্রচ্ছদ: শ্রীময়নূল হক বড়ভূঁইয়া। নজরুল কটেজ। ধানখেতি।
শিলং ৭৯৩০০৩ (শিল্পীর ‘টেনশন’ ছবি অবলম্বনে)
মুদ্রক: শ্রী নিশীথেন্দ্র নারায়ণ ঠাকুর। ঠাকুর প্রেস। বিবেকানন্দ রোড। শিলচর ৭৮৮০০৪
স্বত্ব: শ্রীমতী স্বপ্ন ভট্টাচার্য
কবিতা সংখ্যা: ৫০। পৃষ্ঠা ৬২। দাম: চার টাকা

কবচকুণ্ডল

প্রকাশক: শ্রী রণবীর পুরকায়স্থ। শতক্রতু প্রকাশনী। ৩৯০ দক্ষিণদাঁড়ি রোড কলকাতা ৭০০০৪৮
প্রথম প্রকাশ: জানুয়ারি ১৯৯২
প্রচ্ছদ: শ্রী ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
মুদ্রক: সত্যযুগ এমপ্লয়িজ কো-অপারেটিভ ইনডাস্ট্রিয়াল সোসাইটি লিমিটেড। ১৩ প্রফুল্ল
সরকার স্ট্রীট। কলকাতা- ৭০০০৭২
স্বত্ব: শ্রীমতী স্বপ্ন ভট্টাচার্য
কবিতা সংখ্যা ৪৭। পৃষ্ঠা ৬৪। দাম পনেরো টাকা।

আসন্ন, শুশ্রষার বার্তা

প্রকাশক: শ্রী বিনয় চক্রবর্তী। ছাতিমতলা। এস. সি. সিনহা রোড। পুরুলিয়া ৭২৩১০১
প্রথম প্রকাশ: ১ আষাঢ় ১৩৯৯
রচনাকাল: অগ্রহায়ণ ১৩৯৮-জ্যৈষ্ঠ ১৩৯৯
মুদ্রক: সত্যযুগ এমপ্লয়িজ কো-অপারেটিভ ইনডাষ্ট্রিয়াল সোসাইটি লিমিটেড। ১৩ প্রফুল্ল সরকার স্ট্রীট। কলকাতা- ৭০০০৭২
স্বত্ব: শ্রীমতী স্বপ্না ভট্টাচার্য
কবিতা সংখ্যা ৩৬। পৃষ্ঠা ৪০। দাম: দশ টাকা।

কৃষ্ণপক্ষ

প্রকাশক: শ্রী বিনয় চক্রবর্তী। ছাতিমতলা। এস. সি. সিন্হা রোড। পুরুলিয়া ৭২৩১০১
প্রথম প্রকাশ: মাঘ ১৩৯৯ (বইমেলা ১৯৯৩)
রচনাকাল: ৭ ডিসেম্বর ১৯৯২
মুদ্রক: সত্যযুগ এমপ্লয়িজ কো-অপারেটিভ ইনডাস্ট্রিয়াল সোসাইটি লিমিটেড। ১৩ প্রফুল্ল সরকার স্ট্রীট। কলকাতা ৭০০০৭২
স্বত্ব: শ্রীমতী স্বপ্না ভট্টাচার্য
কবিতা সংখ্যা: একটি দীর্ঘ কবিতা। পৃষ্ঠা ২০। দাম: পাঁচ টাকা।

কিংবদন্তির ভোর

প্রকাশক: শ্রী সমীরণ মজুমদার। অমৃতলোক সাহিত্য পরিষদ। টি ৪ বিধাননগর। মেদিনীপুর ৭২১১০১
প্রথম প্রকাশ: জানুয়ারি ১৯৯৭ (কলকাতা বইমেলা)
রচনাকাল: ১৯৯০-১৯৯৬
প্রচ্ছদ: শ্রী প্রণবেশ মাইতি
মুদ্রক: নিউ সুধীর নারায়ণী প্রেস। ১৬ মার্কাস লেন। কলকাতা ৭০০০০৭
স্বত্ব: শ্রীমতী স্বপ্না ভট্টাচার্য
কবিতা সংখ্যা: ৫২। পৃষ্ঠা ৬৪। দাম: কুড়ি টাকা।