৩৩

আমারে করো তোমার বীণা,  লহো গো লহো তুলে।
উঠিবে বাজি তন্ত্রীরাজি  মোহন অঙ্গুলে।
কোমল তব কমলকরে,  পরশ করো পরান-’পরে,
উঠিবে হিয়া গুঞ্জরিয়া  তব শ্রবণমূলে।
কখনো সুখে কখনো দুখে  কাঁদিবে চাহি তোমার মুখে,
চরণে পড়ি রবে নীরবে  রহিবে যবে ভুলে।
কেহ না জানে কী নব তানে  উঠিবে গীত শূন্য-পানে,
আনন্দের বারতা যাবে  অনন্তের কূলে।