৩৮২

সখী, সে  গেল কোথায়,  তারে  ডেকে নিয়ে আয়।
দাঁড়াব  ঘিরে তারে তরুতলায়।
আজি এ মধুর সাঁঝে  কাননে  ফুলের মাঝে
হেসে হেসে  বেড়াবে সে,  দেখিব তায়।
আকাশে  তারা ফুটেছে,  দখিনে  বাতাস ছুটেছে,
পাখিটি  ঘুমঘোরে গেয়ে উঠেছে।
আয় লো আনন্দময়ী,  মধুর বসন্ত লয়ে
লাবণ্য ফুটাবি লো, তরুলতায়।