গীতালি/১০
< গীতালি
(পৃ. ১৬)
১০
ঘুম কেন নেই তোরি চোখে।
কে রে এমন জাগায় তোকে।
চেয়ে আছিস আপন-মনে
ওই যে দূরে গগন-কোণে,
রাত্রি মেলে রাঙা নয়ন
রুদ্রদেবের দীপ্তালোকে॥
রক্তশতদলের সাজি
সাজিয়ে কেন রাখিস আজি।
কোন্ সাহসে একেবারে
শিকল খুলে দিলি দ্বারে,
জোড়-হাতে তুই ডাকিস কারে—
প্রলয় যে তোর ঘরে ঢোকে
৯ ভাদ্র [১৩২১]
সুরুল
সুরুল