চারিত্রপূজা
প্রথম প্রকাশ ১৩১৪
সংস্করণ মাঘ ১৩৪৩
পুনর্মুদ্রণ মাঘ ১৩৪৬
নূতন সংস্করণ শ্রাবণ ১৩৫১
পুনর্মুদ্রণ ফাল্গুন ১৩৫২, আশ্বিন ১৩৬১, শ্রাবণ ১৩৬৫
পৌষ ১৩৬৭, শ্রাবণ ১৩৭১, কার্তিক ১৩৭৫
আশ্বিন ১৩৮০: ১৮৯৫ শক
প্রকাশক রণজিৎ রায়
বিশ্বভারতী। ১০ প্রিটোরিয়া ষ্ট্রীট। কলিকাতা ১৬
মুদ্রক শ্রী সূর্য্যনারায়ণ ভট্টাচার্য
তাপসী প্রেস। ৩০ বিধান সরণী। কলিকাতা ৬
8.১
বর্তমান গ্রন্থে সংকলিত দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ সন্দর্ভের প্রত্যেকটিতে একাধিক অধ্যায় বিভিন্ন সময়ে রচিত ও প্রচারিত হইয়াছিল—বর্তমান গ্রন্থে বিষয়ানুযায়ী একত্র গ্রথিত। বঙ্গদর্শনৈ প্রকাশিত ‘বারোয়ারিমঙ্গল’ যথেষ্ট সংক্ষেপীকৃত হইয়া প্রথম প্রবন্ধের আকার লাভ করিয়াছে। অন্যান্য রচনাতেও রবীন্দ্রনাথ-কৃত বর্জন ও সম্পাদন অপ্রচুর নয়।
১ চারিত্রপূজা: বারোয়ারি-মঙ্গল: বঙ্গদর্শন চৈত্র ১৩০৮
২ বিদ্যাসাগর-চরিত: ১ বিদ্যাসাগর চরিত: সাধনা: ভাদ্র-কাতিক ১৩০২::::::২ বিদ্যাসাগর: ভারতী অগ্রহায়ণ ১৩০৫
৩ ভারতপথিক রামমোহন রায়[১]:::::::১ ভারতপথিক রামমোহন রায়: পুস্তিকা ১৩৪০::::::২ রামমোহন রায়: প্রবাসী ফাল্গুন ১৩৪০
৪ মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর:::::::১ মহর্ষির জন্মোৎসব: ভারতী আষাঢ় ১৩১১::::::২ প্রার্থনা[২]: বঙ্গদর্শন ফাল্গুন ১৩১১::::::৩ মহাপুরুষ: বঙ্গদর্শন মাঘ ১৩১৩::::::৪ মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর: প্রবাসী ফাল্গুন ১৩৪২
- ↑ রাজা রামমোহন রায়ের স্মরণার্থ সভায় ১২৯১ সালের ৫ মাঘে সিটি কলেজ গৃহে পঠিত ‘রামমোহন রায়’ প্রবন্ধটি ১২৯১ মাঘ-সংখ্যা ভারতীতে প্রকাশিত এবং ঐ বৎসরেই প্রথম পুস্তিকাকারে মুদ্রিত। ১৩১৪ বঙ্গাব্দে চারিত্রপূজা গ্রন্থে অংশতঃ সংকলিত হইলেও উহার পরবর্তী সংস্করণে (মাঘ ১৩৪৩) বর্জিত।
- ↑ মহর্ষির আদ্যকৃত্য উপলক্ষে পঠিত। মহর্ষির তিরোধান প্রসঙ্গে অপর একটি প্রবন্ধ “মহর্ষির লোকান্তর গমন” ‘১১ই মাঘ ব্রহ্মোৎসবে পঠিত’ ও ভারতী পত্রে ফাল্গুন ১৩১১ সংখ্যায় প্রকাশিত হয়—বর্তমান গ্রন্থে সংকলিত হয় নাই, ‘মহর্ষি দেবেন্দ্রনাথ’ গ্রন্থে পাওয়া যাইবে।
এই লেখাটি বর্তমানে পাবলিক ডোমেইনের আওতাভুক্ত কারণ এটির উৎসস্থল ভারত এবং ভারতীয় কপিরাইট আইন, ১৯৫৭ অনুসারে এর কপিরাইট মেয়াদ উত্তীর্ণ হয়েছে। লেখকের মৃত্যুর ৬০ বছর পর (স্বনামে ও জীবদ্দশায় প্রকাশিত) বা প্রথম প্রকাশের ৬০ বছর পর (বেনামে বা ছদ্মনামে এবং মরণোত্তর প্রকাশিত) পঞ্জিকাবর্ষের সূচনা থেকে তাঁর সকল রচনার কপিরাইটের মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়। অর্থাৎ ২০২৪ সালে, ১ জানুয়ারি ১৯৬৪ সালের পূর্বে প্রকাশিত (বা পূর্বে মৃত লেখকের) সকল রচনা পাবলিক ডোমেইনের আওতাভুক্ত হবে।