ছিন্নমুকুল
ছিন্নমুকুল
শ্রীমতী স্বর্ণকুমারী দেবী প্রণীত
“ওরে রে বিকট-কীট নিদারুণ শোক,
এহেন কোমল পুষ্পে তোর কিরে বাসা?”
তিলোত্তমা সম্ভব কাব্য
(চতুর্থ সংস্করণ)
মূল্য ১।০
১৩২০ সাল
কান্তিক প্রেস
২০ কর্ণওয়ালিস ষ্ট্রীট, কলিকাতা
শ্রীহরিচরণ মান্না দ্বারা মুদ্রিত ও প্রকাশিত
পরিচ্ছেদসমূহ (মূল গ্রন্থে নেই)
সূচীপত্র
এই লেখাটি মার্কিন যুক্তরাষ্ট্রে পাবলিক ডোমেইনে অন্তর্গত কারণ এটি ১৯২৯ খ্রিষ্টাব্দের ১লা জানুয়ারির পূর্বে প্রকাশিত।
লেখক ১৯৩২ সালে মারা গেছেন, তাই এই লেখাটি সেই সমস্ত দেশে পাবলিক ডোমেইনে অন্তর্গত যেখানে কপিরাইট লেখকের মৃত্যুর ৮০ বছর পর্যন্ত বলবৎ থাকে। এই রচনাটি সেই সমস্ত দেশেও পাবলিক ডোমেইনে অন্তর্গত হতে পারে যেখানে নিজ দেশে প্রকাশনার ক্ষেত্রে প্রলম্বিত কপিরাইট থাকলেও বিদেশী রচনার জন্য স্বল্প সময়ের নিয়ম প্রযোজ্য হয়।