সুখ

তোমারে লভিতে করে সকলে প্রয়াস,
বল না বল না সুখ, কোথা তব বাস?
আড়ম্বরে থাকে যথা পৃথিবীর পতি,
সেই হর্ম্ম্য মধ্যে কি হে তোমার বসতি,
হীনবেশে দীনগণ থাকে যেই স্থানে,
তোমারে দেখিতে কি হে পা’ব সেইখানে?
পর্ণের কুটীর করি তাপস নিচয়,
বিজনে বসিয়া যথা তপে মগ্ন রয়।
সেই স্থানে হয় কি হে তোমার গমন,
কোন স্থানে গেলে পা’ব তব দরশন।

লভিতে তোমায় সবে করে আকিঞ্চন,
তোমায় দেখিতে কিন্তু পায় কোন্‌ জন।
এই আছ, এই নাই, থাকিয়া থাকিয়া,
বিদ্যুতের মত তুমি বেড়াও ছুটিয়া।
একবার এক দিকে ফিরা’লে নয়ন,
তোমার উজ্জ্বল জ্যোতি করি দরশন।
পলক ফেলিয়া যেই নয়ন ফিরাই,
সে জ্যোতি পুনশ্চ তথা দেখিতে না পাই।
সংসারে অনেক পথ পাই ত দেখিতে,
ছুটোছুটি করি সদা তোমায় ধরিতে।
এক পথে ছুটে যাই না পে’য়ে তোমায়,
অন্য পথে ছুটোছুটি করি মাত্র হায়!
এইরূপ কত পথ ভ্রমি অনিবার,
ক্লান্ত হই তবু দেখা না পাই তোমার।
শেষে স্থির করিয়াছি ছাড়িয়া নিশ্বাস,
এই মর্ত্তলোকে তুমি কর না হে বাস।