পঞ্চক মালা/কেন এত ভাব্‌না

(২)

কেন এত ভাব্‌না রে ভাই? দুঃখ তোমার থাক্‌বে না।
গড়িয়ে পড়ুক্‌ অশ্রু যতই, একটা দাগও লাগ্‌বে না।
জাগ্‌ছে ব্যথা মাথা তুলে—
বাঁধন্‌ ভেঙ্গে বুকের কুলে?
ব্যথার-বেথী তোমায় ছুঁলে, আর সে ফিরে জাগ্‌বে না।
বসন্ত যে সবার তরে—
ঘুরে আসে পরে পরে;—
তোমার ঘরেও আস্‌বে; শুধুই নিদাঘ তোমায় তাপ্‌বে না।
দুঃখ, বিষাদ, যাবেই যাবে;
খোঁজ যারে, পাবেই পাবে;
গলা-ভরা সাধাসুরে বারেক্‌ তারে ডাক্‌ দেনা!
কোথায় সে জন, পাওনা ভাবি’?
(ওই) আসছে নিয়ে সোণার চাবি,—
খুল্‌বে বুকের রুদ্ধ তালা, বন্ধ করেই রাখ্‌বে না।