প্রশস্তি পঞ্চক।
গুরু।

শিশুর মতন নিত্য প্রফুল্ল সরল,
যুকের তীব্র বীর্য্যে উৎসাহে অটল,
সাধনা, ধীরতা, জ্ঞানে, মনীষী প্রবীন;
ধর্ম্ম-প-যাত্রী সুধী, তুমি চির দিন।
রমণীর ক্তি প্রাণে, শক্তি পুরুষের;
সেবা অনুরক্ত তুমি সদা স্বদেশের।
যৌবনে বৈরাগ্য সাধি’ লভি’ সেবা-ব্রত,
ব্রহ্ম—পাদ—পদ্ম—মধু’ পানে হলে রত।
কল্পনা, লেখনী, চিন্তা, র্ম সমর্পণ
করিয়া ভারত-পদে, পবিত্র তর্পণ
করিলে মঙ্গল-কল্পে। তুলি’ রে ধরি,
অন্ধে দেখাইলে পন্থা; পুণ্য বর্ম পরি’
যুঝিয়া পাপের সাথে, হ’লে জয়ী বীর;
তব জয়ে জন্মভূমি আজি উচ্চ শি