পঞ্চক মালা/সাজায়ে এনেছি

(৫)

সাজায়ে এনেছি আজি এ বিজনে তোমার পূজার ডালি।
গেছে সারাদিন সেধে সাধনায়,
পোহাল যামিনী কেঁদে বেদনায়;
(সেই) দিবসের শ্বাস, নিশার অশ্রু, এস গো চরণে ঢালি।
সুরভিত ধামে পুড়িছে কামনা,
প্রদীপ্ত শিখায় জুলিছে ভাবনা,
(মম) তাপস মানস জাগিছে দীর্ঘ জাগরণ-ব্রত পালি।
আজি এ নিভৃতে তোমার পূজায়
লহ সুখ দুখ বোঝায় বোঝায়;
(তব) চরণ-প্রান্তে ঢালিয়া সকলি হৃদয় করিব খালি।