পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/১০৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

कर्मकांर्थनि ३ चञ्चब्राकै ** সন্ধ্যায় আয় স্মৃতি, প্রীতির নন্দিনী। পর্ব্বত-শিখর হ’তে— তটিনীর কলস্রোতে শুনিতেছি যেন তোর মৃত্যু পদধ্বনি। তরুর মৃতুল শ্বাসে, ফুলের মধুর বাসে, সন্ধ্যার বাতাসে যেন তোর কণ্ঠ শুনি। আয় স্নেহরাণী। আয় স্নেহরাণী। জেগে জেগে সারাদিন অতি শ্রান্ত, দীনহীন ঘুমায়ে পড়েছে বুকে কল্পনা-কামিনী; মুখখানি তুলে’ তার, ডাক তারে একবার, উঠিলে উঠিতে পারে তোর কণ্ঠ শুনি’ আয় স্নেহরাণী। আয় স্নেহরাণী। কত-না যতন করে* পেতে দেছি তোর তরে কোমল অঙ্কর শয্যা—ভাঙ্গল হৃদিখানি। আয়, বুকে শুয়ে থাক, এ জীবন হ’য়ে যাক বরষা-রাতের এক স্বপন-কাহিনী। নিশি যেন না পোহায়, পাখী যেন নাহি গায়, আঁধারে মিলায়ে যায় জীবন এমনি | আয় স্নেহরাণী। স্বপ্ন ঘুমন্ত চাদের বুক হ’তে, ভেসে ভেসে জোছনার স্রোতে, মুক্ত বাতায়ন দিয়া, তরাসে কম্পিত-হিয়া, আসি, প্রিয়, তোমায় দেখিতে।