পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/১১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Sty অক্ষয়কুমার বড়াল-গ্রন্থাবলী কোথা সে প্রভাত-স্বপ্ন, কোথ। সে সন্ধ্যার গান, কোথা সে পূর্ণিম-নিশি–চেয়ে চেয়ে অবসান। এস বর্ষ, এস তুমি,—তুমি নিদাঘের শেষ, ল’য়ে এস অন্ধ নিশ।—ঘুচাও এ মৃত্যু-ক্লেশ। তৃষায় ফাটিছে প্রাণ—কোথা প্রেম-পুণ্যজল। চারি দিকে মরীচিকা হাসিতেছে খল-খল।

ళి

গোলাপ সুন্দর অতি, সকণ্টক বৃন্তে ফুটে; নিঝর মধুর-গতি, রুক্ষ গিরিপথে ছুটে o কমল সুগন্ধে ভর, জনমে পঙ্কিল সরে; ঘুরে জীব-পূর্ণ ধর, জীব-শূন্ত কক্ষ পরে। কোকিল—অখিল-রব, শীতের মরণে উঠে; তারকা-খচিত নভ আমার আঁধারে ফুটে 5 শশিকল মনোহর। লুটে অন্ধ মেঘদলে; সহি শত মৃত্যু-জরা, আসে জীব ধরাতলে। ঝটিকার পাছে আসে হিল্লোলি সমীর ধীর।