এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
অক্ষয়কুমার বড়াল-গ্রন্থাবলী
দীর্থশ্বাস সনে কত ভাবি মনে,— কৃষক-সংসার,
আার—অার—অার ।
ঘুরি যাহা খুজি’,— হেথা আছে বুঝি । সে উপকথায় দিন যেন যায় ।
বাহি তরী ধীরে,— নিস্তব্ধ তিমিরে অশ্বখ নিবিড়, প্রাচীন মন্দির । পলাল শৃগাল, ডাকে ফেরুপাল ।
গ্রাম-মধ্য হ’তে
আসে বায়ুস্রোতে সংকীৰ্ত্তন-ধ্বনি— গভীর রজনী ।
অবসন্ন মন,— এই কি জীবন ?
আয় ঘুম
व्यांब्र, घूम च्यांग्न ! চেয়ে আছি সারা রাত, বুকে ছটা দিয়ে হাত,
দীর্ঘশ্বাসে বুক ভেঙ্গে যায় ।