এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
অক্ষয়কুমার বড়াল-গ্রন্থাবলী
মিছ মুখ, মিছা স্থখ, মিছা ভয় ভাবনায় ।
কাদিয়া কি হবে ফল ?
মুছ নয়নের জল,
চল ধীরে ঘরে ফিরি’, দুই পথে তু’জনায় ।
২
তোমায় আমায় যদি দেখা হয় পুনরায়,—
তুমি অন্ত দিকে চেও, তুমি অন্ত পথে যেও,—
পথের পথিক মোরা, কেহ নাহি জানে কা’য় ।
দিন যায়, মাস যায়, বর্ষ যায়, যুগ যায় –
যেতে এই পথ দিয়া যদি শিহরয় হিয়া,
বিষ৪-সায়াহ্নে কোন নব ঘন বরিষায় –
আসিও সমাধি-পাশে, ধীরে ধীরে পায়-পায় ;
কাতর সমীর-শ্বাসে
গত-কথা মনে আসে,
আশে-পাশে কায় মোর ছায়া সম মিশে যায় :
আকুলিয় উঠে প্রাণ,—জীবন ফিরিতে চায়,
হৃদয় কাদিয়া কয়,—
ধন-জন নয়—নয়,
হারায়েছি যেই ভ্ৰম,—সে-ই মুখ এ ধরায় ।
মুছিতে নয়ন ঘট হয় ত দেখিবে তায়,— আবার সমাধি খুলে’, ছটা কচি বাহু তুলে’,
উঠিতে তোমার কোলে কত-ন আগ্রহে চায় ।