পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/১৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

कैनकॉथलि: कविड-विनांग्रं কেন আর, কাদম্বরী, মৃত চন্দ্রাপীড়ে প্রেম-ভরে করিছ চুম্বন। যাও তবে, প্রাণাধিকা, মুছিন্ন নয়ন, রুদ্ধ অগ্র চিরর দ্ব থাক। কেন বিদায়ের ছল, নিঃশ্বাস সঘন, সাস্বনার অর্থহীন বাক। বৃথায় আশ্বাস-দান—হ’য়ে না নিষ্ঠুর, আমি অতি কৃপাপাত্র—দীন; তোমার বিজয়-গর্ব্বে আমি শত-চুর— শ্রেয় প্রেয় উভয়-বিহীন। যাও তবে। মৃত্যু পরে যদি দেখা হয়,— ভুবলোকে—কাশুপ-আশ্রমে; —ক্ষৌমবাস-অন্তরালে কম্পিত হৃদয়, অভিমানে, লজ্জায়, সন্ত্রমে — অযশ-ভবিষ্য-পুত্র কৌতুকে জিজ্ঞাসে,— 'ছ’ জনার কি সম্বন্ধ-বাদ? নারীর সরল-প্রেমে, সহজ-বিশ্বাসে কহিও, ক্ষমিও অপরাধ। সমাপ্ত 84