পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/১৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রবিবার, >०हे थांबण, >७ नांण। উপহার রবি, এই জগতের দূরে— যেন কোন মেঘ-পুরে, তুমি আমি—তুই জনে বেড়াতাম খেলিয়া। হাতেতে তুলিছে বঁাশী, ঠোটে উছলিছে হাসি, চারি দিক-পানে চেয়ে, চারি দিকে ভুলিয়া, তুমি আমি—দুই জনে বেড়াতাম খেলিয়া। পুঞ্জ পুঞ্জ তারা-ফুল, সৌন্দর্য্য-কিরণাকুল, চেয়ে র’ত মুখ-পানে, চারি দিকে ছাইয়া। ইন্দ্রধনু পাখা মেলি, কত মেঘ খেলি—খেলি, লুটায়ে পড়িত পায়ে, ধীরে ধীরে গাইয়া। চেয়ে র’ত মুখ-পানে, চারি দিকে ছাইয়া। চমক-চাহনি-ভরা, শিহরিত কলেবর, সমুখেতে মন্দাকিনী কুলে কুলে উছলি,— ঢেউয়ে ঢেউয়ে কত আশা, কত ভুল, ভালবাসা, একে যেত, ভেঙে যেত, ফুটে কিছু না বলি। —সমূখেতে মন্দাকিনী কুলে কুলে উছলি।