পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/১৮১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভুল ঃ কুস্কম - আলিঙ্গন উনমুক্ত; আলু-খালু দেহ, ধরিবার শক্তি হ’তে অধিক ধরিয়া। চুম্বন থামিয়া গেছে; কঁাপিছে অস্তর, যোগের পরেতে যেন সমাধিতে বাস। জড়ায়ে আসিছে কথা; কঁাপিছে নিশ্বাস: বিন্দু বিন্দু ঘর্ম্ম, ভালে করে থর থর। কঁাপিছে অলক, মৃদু-শীতল সমীরে; কঁাপিছে জোছনা-হাসি অধরে, বদনে। তন্দ্রায়—ফিরিতে পাশ, প্রবাস-স্বপনে ফুকরিয়া কেঁদে উঠে—আলিঙ্গন ফিরে। সুরে স্বরে মিলে গেলে, কেবা যন্ত্রী হ’য়ে দুরেতে থাকিতে পারে, নিজ যন্ত্র ল’য়ে। কুসুম লতা-পাতা ঘেরা ছোট জানেলাটি রয়েছে ঈষৎ খোলা; দখিন সমীর হইয়া অধীর, দিতেছে ঈষৎ দোলা। এ ছুপুর-বেলা, ন পেয়ে কি খেলা, কুসুম, জানেল খুলে, পথের পানেতে রয়েছে চাহিয়া, থাকিতে খেয়ালে ভুলে? আমার এ যাওয়া, আমার এ চাওয়া দেখিতে পেয়েছে কি? এ যাওয়t চাওয়ার মানেটি ভাঙিতে, কাটাবে দিবস-টি?