পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/১৮৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভুল? কোথায় সে দেশ হিমাদ্রির অভ্র-ভেদী শিখরে শিখরে, সপ্তমে প্রভাত-স্তোত্র কঁাপিছে গম্ভীরে। তমসার শু্যাম কুলে, কুটীরে কুটীরে, সঙ্গরস-ধুম-স্তর ওঠে স্তরে স্তরে। জগত—জগত নয়, যেন স্বৰ্গ-ছবি। ংসার চকিতনেত্র, ফোটে রবি—কবি। ঈশানচন্দ্র অমৃতের পরিশিষ্ট মথিতে জীবনে, নীল-কণ্ঠ আজি তুমি হর-আকাঙ্ক্ষায়। অধিক করিয়া আশা, হুরাশা-স্বপনে আজি তুমি ভব-ভোলা জগত-সীমায়। সংসার—বাস্থকী-দন্ত, নহে পারিজাত, যতই উত্যক্ত হয় উদগারে গরল। প্রণয়—শ্মশান-কালী, প্রলয়ের রাত, শৃঙ্গ-পাণি বুকে শুধু সঙ্গীত তরল। হৃদয়—শ্মশান-অস্থি, উৎস্থষ্ট চিতার, শিশুর কন্দুক নহে, স্মৃতি-জপমালা। জটায় প্রতিভা-ভঙ্গ, বামে যশোবালা, ত্রিলোচন নিমীলিত সমাধিতে যার। বাজুক ন যার করে প্রলয়-বিষাণ জপ জপ প্রেম-মন্ত্র, যোগেশ—ঈশান। কোথায় সে দেশ কোথায় সে দেশ—তুমি যেতেছ যেথায়? জগতের বহু দূরে, জানি তাহ জানি। স্বপ্ন, গান, প্রেম, ধ্যান যায় কি সেথায়? রয় কি এ জগতের প্রাণ টানাটানি? फूण-७