পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/১৯৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অক্ষয়কুমার বড়াল-গ্রন্থাবলী যেন কি অজানা শাপে পরাণ নীরবে যায় হইয়। বাহির। তুমি ফুলবন-সাথি, কোথা যাবে, হায়। এ দেহে চেতন নাই, কে দেবে বিদায়? হাতেতে ছিল না কাজ হাতেতে ছিল না কাজ, কাছে এসেছিলে অভ্যাজ, এটা-ওট। খেলা ক’রে কাটাতে সময়। আর কিছু নয়। বেলা যায়, যাও ঘরে, এটা-ওটা খেলা তরে এ জীবনে অবসর পাবে না ক আর। রমণী, শিখিয়া গেছ, খেলা আপনার। সৌন্দর্য্য যাও রে সৌন্দর্য্য, যাও রে ডুবিয়া প্রেমের সাগর পরে। জগতের লোক, তোম। ল’য়ে যেন ছেলে-খেলা নাহি করে। উন্মাদ যুবক তোমারে না করে, গানের বিষয় তার; গৰ্বিবত। বালিকা তোমার নামেতে না যেন বিকোয় আর।