পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/১৯৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(*रै অক্ষয়কুমার বড়াল-গ্রন্থাবলী একটি একটি করে, সুনীল আকাশ পরে, কত তারা ফুটিল রে, হায়। লতিকা সমীরে হলে, ফুল-দল পড়ে খুলে; তটিনী উছলি পড়ে পায়। আয়, ঘুম, আয়। বাধ, মোরে বাহু-ডোরে, এ জগত যাক্ স'রে। শ্রান্ত আমি, জগত-রেখায়। বড় শ্রান্ত চেয়ে চেয়ে, বড় শ্রান্ত গেয়ে গেয়ে— মুখে, ফুখে, প্রেমে, কল্পনায়। বুকে মাথা রাখ ভুলে, অকুলে দেখা রে কুলে। ঢাক স্নেহ-ছায়। আয়, ঘুম, আয়। যুথিকা শুকায়, ঢাকিস্ পাতায়; ঢেকে দে আমায়। বিষণ্ণ তারক মেঘে দিস ঢাকা; ঢেকে দে আমায়। ধরণী লুকায়, তটিনী লুকায়, তোর কুয়াসায়; ঢেকে দে আমায়। জগতের দূরে— তোর মেঘ-পুরে, निरग्न यां श्रांभांग्न। তোর ছায়৷ মত, স্বপ্ন-মায়া মত, ক’রে দে আমায়। শ্রাস্ত আমি, জগত-রেখায়।