फूल * श्रनूछे-बांनी
এই যে তরুর মূলে, নদীর নির্জন কুলে,
দণ্ডে দণ্ডে ঘুরি ভুলে, যেন কার তরে । গাথিয়া ফুলের মালা, কেহ কি করে না খেলা ?
পথিক চলিয়া যায়,—যে মালা সে করে ।
এই কুটীরের দ্বারে, এই ভাঙা বেড়া-পারে,
কেহ কি বসিয়া নাই, কারে অপেক্ষায় ? চমকি উঠিলে বায়ু, চমকিয়া চায় ।
এই যে নদীর বুকে ভেসে যায় তরী,— কেহ কি এ কুল পানে চেয়ে নাই শূন্ত প্রাণে ?
ঢলিয়া পড়িছে রবি, কাদে না গুমরি ?
পরিত্যক্ত ভগ্ন ঘরে এ ঘর ও ঘর ক’রে
কেহ কি, কি যেন তার না পেয়ে খুজিয়া,— কখন কি কেঁদে উঠে, স্বার-পানে নাহি ছুটে,
আপনার পদ-শব্দে কাহারে বুঝিয়া ?
যায় অাসে কত লোক, কাহারো কাতর চোখ
পড়িবে না মোর পরে, হবে না মিলন— এ জীবন-হেঁয়ালির চরণ পুরণ ।
একটি না কথা ক’য়ে, কথার না দেরি স’য়ে
অমনি বুকেতে বাধা—চির আলিঙ্গন ।
কোথা কথাহীন ব্যথা,—কোথা তুমি—তুমি ।
জোছনার মেঘ-ছায়ে, শীতল মলয় বায়ে,
সাগর লহরী-লীলা ভ্ৰমিছ কি চুমি ? পাখী-কণ্ঠে, মৃগ-নেত্রে, কম্পিত শু্যামল ক্ষেত্রে,
প্রভাত কমল-পত্রে রয়েছে কি ঘুমি ? কোথা কথা-হীন ব্যথা, কোথা তুমি—তুমি ।
处创
পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/২০১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
