পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/২২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পীড়িতের লাগি যুঝি, পতিতের ব্যথা বুঝি, সচেতন রাখি দেশ; আমরা দেশের প্রাণ, প্রীতি, স্মৃতি, ধ্যান, জ্ঞান; আমর। আদি ও শেষ। হৃদয় যে মন্দির পানে চাহি স্বতঃ মনে হয়,— এ নহে মর্ম্মর-স্তুপ, শিল্পীর হৃদয়; সে-ই দেব-গেহ। যে মূর্ত্তি হেরিয়া চিত্ত আনন্দে বিহবল,— নিকষে শিল্পীর প্রাণ করে ঢল-ঢল; সে-ই দেব-দেহ। যে গীতে ঝঙ্কারে স্বরে গায়কের মন,— কত-ন অব্যক্ত আশা, অস্ফুট ক্রন্দন; সে-ই দেব-গীতি। যে কাব্যে বিকাশে ছন্দে কবির অন্তর,— জীবনে জাগিয় উঠে জন্ম-জন্মাস্তর; সে-ই দেব-প্রীতি। কাব্য নয়, চিত্র নয়, প্রতিমূর্ত্তি নয়, ধরণী চাহিছে শুধু,–হৃদয়—হৃদয়। প্রতিভার উদ্বোধন বিধাতার নিষ্কাম হৃদয়ে চমকিল প্রথম কামনা; চমকিল নব আশা-ভয়ে আনন্দের পরমাণু-কণ।