এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
भथ १ eडिडांब छैटबांथन
গ্রহ হ’তে গ্ৰহাস্তয়ে ছুটে
ওঙ্কার-বাঙ্কার অনাহত।
পঞ্চভূত উঠে ফুটে ফুটে
রূপ-রস-গন্ধ-স্পর্শে কত।
ছন্দে বন্ধে যতি-গরিমায়
চলে কাল ললিত-চরণে।
অন্ধশক্তি পূর্ণ স্বযমায়,
চেতনার প্রথম চুম্বনে।
নীলবাসে ঢাকি? শু্যামদেহ
শশিকক্ষে ভ্ৰমে ধরা ধীরে;
কত শোভা, কত প্রেম-স্নেহ,
জলে স্থলে প্রাসাদে কুটীরে
চাহে উষা—চকিত নয়ন,
ফুলবাসে বায়ু মুবাসিত;
উঠে ধীর বিহগ-কুজন—
স্বষ্টি পরে স্রষ্টা বিভাসিত।
সমাপ্ত বিধির স্বষ্টি-ক্রিয়া,
অসমাপ্ত সহজন-কল্পনা—
এস তবে, এস বাহিরিয়া
চিত্ত হ’তে, চিন্ময়ী চেতনা |
এস, নিত্য-স্বরগ-স্বপন,
রূপ-রস-শব্দ-অসীমায়—
ময়-জন্ম করিয়া লুণ্ঠন
অমর সৌন্দৰ্য্য-মহিমায়।