পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/২২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২ অক্ষয়কুমার বড়াল-গ্রন্থাবলী প্রীতি অতি অসহায় প্রীতি দাড়াইয়া পথ-ধারে, দিয়া হাসি, দিয়া গান, বরিয়া লহ গে। তারে। নগর প্রান্তর ঘুরি”, ত্যজি’ কত রাজপুরী, কি পুণ্যের ফলে আজি এসেছে তোমার দ্বারে। হে দম্পতি, উঠ জ্বর, ফুলে ভরে গেছে ধরা, বিহগ ডাকিয়। সারা, কাপে আলে। মেঘ-আড়ে। দেখ—দেখ আঁখি ভরি’, কি স্বপনে, মরি মরি, ঘুমায়ে ঘুমায়ে বাছা হাসি-মুখে বাহু নাড়ে। দ্বারে প্রীতি দাড়াইয়া, আগুসর’—আগুসর’। চেয়ে না—কয়ো’ না এত, আদরে হৃদয়ে ধর। পদশব্দে চমকায়, দূর পথপানে চায়, পরশে কম্পিত কায়, ভুরু-ভঙ্গে জড়-সড়। ডাকিলে পলায় ত্রাসে, না ডাকিলে ছুটে আসে, দিলে পথে ফেলে’ যায়, না দিলে কাতর বড়। হে গৃহিণী, দীপ আনি, দেখ বধু-মুখখানি— হাসিতে মধুর অতি, রোদনে মধুরভয়। এসেছে নূতন দেশে, কোলে তুলে’ লও হেসে, ভালবেসে—ভালবেসে পরে আপনার কর। ছুটিছে ব্যথিত প্রীতি ক্ষোভে রোৰে অভিমামে, সম্মুখে সহস্ৰ অসি, কোন বাধা নাহি মানে।