পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/২৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শখ ঃ আদর SS নমি প্রজাপতি-পুণ্য, লক্ষ্মী-স্বরূপিণী। ধন্ত কর্ম্মভূমি। ধন্ত এ মোহের ঘোর—পাপ তাপ দুঃখ মোর, জীবন-মন্থন-শেষে এলে যদি তুমি। এস, তুমি লে। প্রকৃতি। শক্তি-রূপিণীরে ল’য়ে কোলে তবে। নিষ্কম্প-প্রদীপ-আখি— জন্ম-জন্ম চেয়ে থাকি, হলুক হৃদয়-পদ্ম প্রেমের প্রণবে। আদর [ প্রতি শ্লোকের শেষাংশ হুড হইতে গৃহীত ] বড় দুষ্ট, না—না, যাহে, অতি শিষ্ট তুমি। আর ফুলায়ে না ঠোট, এই মুখ চুমি। তোমারে বকিতে পারে হেন সাধ্য কার— সসাগর। ধরিত্রীর সম্রাট আমার। ছাড় —ছাড়, লক্ষ্মীছাড়া, গোফগুলো গেল, এই লও রাঙ্গ লাঠী, বসে’ বসে’ খেল’। খেলা, ভদ্র দিগম্বর, লইয়া খেলনা, করিব তোমার নামে কবিতা রচনা। তুমি নয়নের মণি, বিশ্ব-চরাচর তোমার নয়নপাতে কি শুভ সুন্দর। আলোকে পুলকে ধরা উঠিছে রাজিয়— ওই যা। বেহালাখানা ফেলিল ভাঙ্গিয়। অমরীর কর-চু্যত তুমি ফুল-ইষু, নিষ্কলঙ্ক শাপ-ভ্রষ্ট ক্ষুদ্র দেব-শিশু। কত পুণ্যে পাইয়াছি তোরে, প্রাণাধিক। রোদনে মুকুতা ঝরে, হাসিতে মাণিক।