পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/২৫৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

سوا بها অক্ষয়কুমার বড়াল-গ্রন্থাবলী পঞ্চদশ বর্ষ গত। সে রুগ্ন গোপাল দেখিছে খেয়াল, ভারত-উদ্ধার-ব্রত। পেটের ব্যথায় এখনো লুটায়, অম্বল’ বেড়েছে বেশী; বকেছে, লিখেছে, চাদাও দিয়েছে, হবে ভলণ্টিয়ার দেশী। পঞ্চদশ বর্ষ গত। বুদ্ধিমান ননী কয়লার খনি কিনিয়া সর্ব্বস্ব-হত। নির্ব্বোধ পরাণ, আজি বুদ্ধিমান, ছিল তার অংশীদার, বাগিচা কিনিছে, জুড়ি হাকাইছে; ননী ট্রাম-কণ্ডাক্টার। পঞ্চদশ বর্ষ গত। আজি ভোদা হর—রতি-মনোহর, খাদা নাক সমুন্নত। মৃতা শ্বশ্রী তার—তারি অধিকার আজি জমিদারীখানি। অদৃষ্টের ফের—শু্যাম পণ্ডিতের বিফল ভবিষ্য-বাণী। পঞ্চদশ বর্ষ গত। সে শান্ত নিখিল হয়েছে উকীল, মেরুদণ্ড অবনত; ট্রামে দেখা হয়, বড়ই সদয়, কথা কয় কাছে আসি; দিন দিন দিন, শামল মলিন, নাই সে প্রফুল্ল হাসি। পঞ্চদশ বর্ষ গত। বিলাতে যাইয়া হাকিমী লইয়া ফিরিয়াছে মনমথ। যদি দেখা হয় কথা নাহি কয়, চশমায় ঢাকে চোখ, চুরুটু টানিয়া, তুড়ি শিশ দিয়া, রঙ্গে ঢঙ্গে কত রোথ। পঞ্চদশ বর্ষ গত। সেই ঘনশু্যাম, কিনিয়াছে নাম, জমীজমা কিছু মত। দরশনী লয়, তবে কথা কয়, তা পরে তামাকু ডাকে, প্রেস্কৃঙ্কলন-পানে চেয়ে হুক টানে—যতক্ষণ কিছু থাকে।