পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/২৬

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী

তিনি 'প্রদীপে'র স্নিগ্ধ আলোয় দেখাইয়াছেন,—মানবের অপূর্ণতা প্রেমে পূর্ণ হয়, এবং সৃষ্টির রহস্য দ্বৈতেই চরিতার্থ হইয়া থাকে।

 'প্রদীপে'র পাঠক এই সামান্য ঈঙ্গিতে 'প্রদীপে'র কবিতাগুলির অনুশীলন করিলে, এই ক্ষুদ্র 'প্রস্তুতি' সার্থক হইতে পারে।


১৬ই চৈত্র,

শ্রীসুরেশচন্দ্র সমাজপতি

১৩১৯ সাল