পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/৩১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অক্ষয়কুমার বড়াল-গ্রন্থাবলী আকাশের পানে চাই,—কোন দেব আসি যদি দেন মৃত-সঞ্জীবনী, দেন কোন মন্ত্রেীষধি। কি আদরে বুকে করে ঘরে ফিরে’ ল’য়ে যাই। আকুলিয় উঠে প্রাণ, সে তপস্তা নাই—নাই। ধুধু ধুধু জলে চিত, উঠে শূন্যে ধূমভার; চেয়ে আছি—চেয়ে আছি—শুধু মোহ, কে কাহার। অশ্রুহীন দগ্ধ আঁখি আসে যেন বাহিরিয়া, বুকে ঘুরে দীর্ঘশ্বাস সমস্ত হৃদয় নিয়া। চেয়ে আছি—চেয়ে আছি, হৃদয়ে পড়িছে ছেদ,— পশ্চাতে আলোক-ছায়, স্বর্গে মর্ত্যে অবিভেদ। সম্মুখে উঠিছে জাগি কি কঠোর দীর্ঘ দিন। ভ্রমিতেছি শোক-বৃদ্ধ দীন হীন উদাসীন। চেয়ে আছি—চেয়ে আছি, নিবিতেছে চিতানল; জলদ করুণ-প্রোণ ঢালিতেছে শান্তিজল। বিধবা বিস্ময়-দৃষ্টি, সধবা প্রণাম করে; শ্বসিয়া—শ্বসিয়া বায়ু কাদিতেছে বনাস্তরে। বিদায়—বিদায় তবে। দিবা হ’ল অবসান; জানি না মৃত্যুর পরে বিধাতার কি বিধান। যেথা থাক—সুখে থাক। ঝরে তপ্ত অশ্রুভার; অদূরে জাহ্নবী বহে, ধরা অতি অন্ধকার। (* ডুবিয়া—তুবিয়া জলে জ্বালা না জুড়ায়। নহে দুর—নহে দুর, ওই মরণের পুর। আর এক পদক্ষেপে সকলি ফুরায়।