পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/৩৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

এৰ ৪ অশৌচ গেল কি—গেল কি একেৰায়ে? মরিলেও পাব না তাছারে? ফুৱাল সকল। প্রাণ তবে, নয়,—কিছু নয়? দেহে জন্মি" দেহে হয় লয়— পুম্পে পরিমল? বীণে যথা স্বর-আলাপন, সংযোজনে তাড়িত-স্ফূরণ, তেমনি কি প্রাণ— স্বধু—সুধু রসায়ন-ক্রিয়? পঞ্চভূত পঞ্চভূতে গিয়৷ লভিছে নিবর্বাণ? প্রীতি, স্মৃতি, ভাবনা, কল্পনা, সকলি কি ক্ষণিক ছলনা— অলীক স্বপন? অন্ধকার—গাঢ় অন্ধকার। জড় ধরা—জড় দেহ সার? মৃত্যু কি ভীষণ। যেভেছিল জীবন বহিয়া— নিজ ক্ষুদ্র সুখ হুঃখ নিয়া সরল নিশ্বাসে; আচম্বি তে সিন্ধুশৈলে ঠেকি’— মরণে প্রত্যক্ষ আজ দেখি। জাগি সর্ব্বনাশে। আশ। শুষ্ক, বাসন। নিঃশেষ, ভুলেছি সে যুক্তি, উপদেশ, সে জমাত্ম-প্রত্যয়;