পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/৩৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

এৰা ৪ অশৌচ

    • .

দাও শাস্তিজল। দাও—দাও, ঘুচে’ যাক যন্ত্রণ। সকল। সংসার—শ্মশান-ভূমি, কোথ। দেব, কোথা তুমি। চিতাধুমে অন্ধ চক্ষু, দগ্ধ মর্ম্মস্থল। নিরাশার হা-হুতাশে কত কি যে মনে আসে। কোথায় তোমার স্নেহ—অমৃত-শীতল। করহ সংশয় দূর, অশুভ অসত্য চুর, হর্ব্বল হৃদয়ে, দেব, দাও পুত বল। দূর কর দুঃখ শোক, জীবন সার্থক হোক, ধন-ধান্তে মধুময় কর ধরাতল। কর বায়ু মধুগতি, মধুময়ী স্রোতস্বতী, মধুময় বনস্পতি, মধু ফুল ফল, মধুময়ী নিশীথিনী, মধুময়ী পয়স্বিনী, মধুময় সূর্য্যালোক, মধু মেঘদল। ঘুচে’ যাক হাহাকার, গবর্ব, দপ, অহঙ্কার, অবিচার, অত্যাচার, স্বার্থ-কোলাহল। ঘুচে যাক হিংসা দ্বেষ, ব্যাধি জর হোকু শেষ— হরাশ, ভাবনা, ভয়, কপটতা, ছল। ৪১