পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/৩৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

७ोबी ६ ८*ांक উড়ে পাখী, স্রোতে যথ। ক্ষুজ ছায়। তার নিমেষে মিলায়; অস্ত সুখ হুঃখ আজ হৃদয়ে আমার আtশ্রয় না পায়। এ নয়—কল্পনা, তর্ক, কবিত্ব-বিচার, নিমেষের ভাণ; হয়েছি উন্মত্ত কি না—হঃখ-ধারণার নহে পরিমাণ। চক্ষে স্বপ্ন-কুহেলিক, বক্ষে মরীচিকা, মৃত্যুর তিমিরে— নিঃশব্দে তাহার প্রীতি—দীপহীন-শিখা ধূমাইছে ধীরে। N9 হস্তর প্রাস্তর—নাহি যেন শেষ, যত যাই—যত চাই; নাহি তরু লতা, নাহি তৃণ গুল্ম, ধরার সম্পর্ক নাই। ক্রোধ-তপ্ত বায়ু ছুটিছে আক্রোশে, উড়িতেছে ধুলারাশি; তাম-ত গু রবি মধ্যাহ-আকাশে হাসিছে নিষ্ঠুর হাসি। নিঃসঙ্গ একক শুষ্ক ভগ্ন তরু রহিয়াছে দাড়াইয়া; একমাত্র তার দীর্ঘ শীর্ণ বাছ— শূন্তপানে বাড়াইয়া! רי9