পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/৩৫৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

@8 অক্ষয়কুমার বড়াল-গ্রন্থাবলী

  • গিয়েছে মামার বাড়ী?” সায় দেয় মাথা নাড়ি', আঁচল ধরিয়া বলে,—“চ(ল)—চ(ল)—চ(ল) /*

“কোথা যাবে? অন্ধকার—* মানা নাহি মানে আর, কাদিয়ালুটায় ভূমে,—সাজ্জ্বন বিফল। 월 গেছে নিশা। দুঃস্বপ্ন অনিদ্রা ল’য়ে তার। হৃদয়ে বাচিল যেন ফেলিয়। নিঃশ্বাস। সেই পরিচিত গৃহ—সম্মুখে আমার, ঘুমাইছে শিশুগুলি, মুখে স্বপ্ন-হাস। ঝরে বৃষ্টি গুড়ি গুড়ি, কভু বা ঝঝরে; ছিন্ন ভিন্ন লঘু মেঘ ভাসিছে আকাশে; এখনো সুষুপ্ত গ্রাম—তরু-ছায়াস্তরে; স্তব্ধ মাঠে শ্রান্ত-পদে শূন্ত দিন আসে। অদূরে নধর বট, দূরে ত্রস্ত শিবা, খসিছে হরিদ্র পত্র সিক্ত মৃত্তিকায়; এলায়ে পড়েছে লতা, সঙ্কুচিয়া গ্রীব। ভিজিছে বায়স ছটা বসিয়া শাখায়। জনহীন গ্রাম্যপথ কর্দমে পিচ্ছল; গলিত বনজ-গন্ধে বায়ু ওতপ্রোত; অঙ্কুরিত ধান্তক্ষেত্রে ‘কাণে কাণে জল, কোথা বা বুদ্ধ,দ উঠে, কোথা বহে স্রোত