পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/৩৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

এষা: শোক আকুলিয়৷ ক্ষণে ক্ষণে—সর্ব্ব মনঃপ্রাণ। আসিছে নয়ন-অগ্রে, ভাষা না কুলায়। ওই সাগরের যেন আজীবন-গান আছাড়িয়া পড়ি কুলে নিমেষে মিলায়। দীপিছে কম্পিত আলো দূর-স্তম্ভচুড়ে; উড়িছে তির্য্যকৃ-গতি সাগর-কপোত,— এই জলে, এই স্থলে, এই কাছে—দূরে, যেন শুভ্র চন্দ্র-কণ। স্রোতে ওতপ্রোত। পুলকে ঝলকে প্রাস্ত, শ্লথ নিদ্রালসে, শুভ্র, নবনীল অভ্র স্তরে স্তরে পড়ি’। কচিৎ তড়িৎ-ক্ষীণ ঈষৎ উল্পসে; কালো মেঘে আলো দিয়া শশী যায় সরি’। নীল—সুগভীর নীল—ফেনিল সাগর তীরে রাখি’ ফেন-রেখা সরে ধীরে ধীরে। ভাবিতেছি,—ইতি নেতি, জন্ম জন্মান্তর— ধূসর দিগন্ত ধীরে মিলায় তিমিরে। আমি কি তোমারি ক্রিয়া, হে অন্ধ প্রকৃতি। মুহূর্ত্ত-বিকার-মাত্র—ওই উর্ম্মি-প্রায়— ল’য়ে ক্ষণ-সুখ-দুঃখ-ক্ষুধা-তৃষ্ণ-ভীতি, ফুটিয়াছি বিশ্ব-মাঝে অতি অসহায়। বৃথ। এই জন্ম-মৃত্যু, বৃথা এ জীবন। অদৃষ্টের ক্রীড়নক, স্থজনের ক্রট। বিধাতার কোন ইচ্ছা করি সম্পূরণ বাসনায় উচ্ছসিয়া, নিরাশায় টুটি।