পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/৩৬৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অক্ষয়কুমার বড়াল-গ্রন্থাবলী আলোকে আঁধারে দ্বন্দ্ব পুরর-সীমায়— · নবীন জীবনে যেন জাগিছে জগতী। জাগিছে ধূসর সিন্ধু নব-নীলিমায়— সুদূর মন্দিরে বাজে মঙ্গল-আরতি। হে ধর্ম্ম। হে দারুব্রহ্ম। কেন কর্ম্মভূমে জীবের অবোধগম্য মৃত্যু-পরিণাম? লোক হ’তে লোকান্তরে কামনার ধুমে ছুটিছে কি ক্ষুব্ধ আত্ম—লুব্ধ অবিশ্রাম? এ নিত্য অদৃষ্ট-যুদ্ধে—নিত্য পরাজয়ে গড়িতেছি স্বৰ্গ-রাজ্য—ভবিষ্য কল্পনা; সে কি, নাথ, দেবশ্বন্ত ভগ্ন দেবালয়ে মুমুধু প্রদীশ-শিখা—বিফল বেদন? দিন দিন এই সিন্ধু করে প্রাণপণ, তবু ত বিস্তীর্ণ তীর দেয় ক্রমে ছাড়ি’। অস্থির বাসনা হ’তে, হে বিশ্ব-শরণ, তেমনি কি দৃঢ় কুলে লহ মোরে কাড়ি’? $8 যায়, দিন যায়। সে সুঠাম অভিরাম যৌবন কোথায়। ক্রমে দৃষ্টি বিমলিন, কেশ শুভ্র দিন দিন, শোণিত উত্তাপ-হীন, বক্র ঋজু-কায় হে বসন্ত, বর্ষে বর্ষে ধরারে সাজাও হবে, দিয়া নর পত্র পুষ্প, মৃহ মন্দ বায়।