পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/৪১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

विश्थि ६ •ोहि 8 a অস্থির গোলকে এই কেহু নহে স্থির, স্থজনের শিরে শিরে বেদন গভীর। সমুদ্র আকুলি উঠে, ভয়ে বায়ু ছুটে, ফুটে পড়ে মর্ম্মজাল ক্ষোভে ধরণীর। 83 স্বজন-মদির-পানে পূর্ণ মনোরথ উলটি দেছেন শুস্ত—পাত্র মরকত, কেবা কার তত্ত্ব লয়, কে জানে নিশ্চয় নিজিত না জাগরিত স্বয়ম্ভু শাশ্বত। 8२ বিজ্ঞানের পঞ্চ ভূতে করিয়া ভ্রমণ, দর্শনের বড় অঙ্গ করিয়া দর্শন, শ্রাস্ত ক্লান্ত পথভ্রান্ত–মুছি ঘর্ম্ম আজ জীবন-রহস্ত-দ্বারে মূঢ় অকিঞ্চন। 8년) এত শোভা, এত আলো কি করে হেথায়? এত আশা ভালবাসা সবি কি বৃথায়? শোকে তুঃখে নিরাশ্বাসে—মনে প্রাণে আমি গড়ি যে মঙ্গল-মূর্ত্তি, বরি কি মিথ্যায়? ছের ওই সূর্য্যমুখী চাহে ফিরে ফিরে, চাতকী কাতরে ডাকে জলদ নিবিড়ে। নডমুখী স্বর্ণলত, তরু শীর্ণশাখ, জননী বিদীর্ণবক্ষঃ লুটায় মন্দিরে।