পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/৪৬৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিবিধ: কবিতা ও গান ۹ نه আশীৰাড়ী,-ৰখ। দাও, দাও, খুলে দাও, হাসির এ স্বর্ণ-জাল। আবার এসেছি আজ, আসিব না ব'লে কাল। আজো আমি বুঝিতেছি, কোথায় কি খুজিতেছি। এই বোঝ, এই খোজা, ঘুচে যেতে পারে কাল। অভিমানে। ঝিঝিট-খাম্বাজ,—দাদরা। যাব না, যাব না করি অভিমানে আছি বসি, পুরবে মেঘের কোলে ফোটে ফোটে আধ শশী। মৃতুল বহিছে বায়, ডাকে বঁাশী, আয় আয়। ফোটে তার গায় গায়, মান বুঝি যায় খসি। মিলনাস্তে। দেশ,—আড়া। হ’লে না। আমার যদি, যাই, তবে কেঁদে যাই। যার থাক’, সুখে থাক’, এ বিন কামনা নাই। নাই বা ফুটিল হাসি, নাই বা বাজিল বঁাশী, (স্থখু) দিনান্তেও একবার দেখে যেতে যেন পাই। বিদায়ে। ললিত,—একতালা। তবে—দাড়াও, দাড়াও। কি বাসন পূরিল ন৷ ষাও বলে যাও। পারাট জীবন রছিয়াছে প’ড়ে, ভাবিতে কঁাদিতে কথা ধ’রে ধ’রে। কি কথা ধরিয়ে কাদিতে হবে রে দাও, ব’লে দাও।