পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/৫১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিবিধ: কবিতা ও গান $$$ So অক্ষয়, কবিত। লিখে থাক। এলেম তোমার কাছে, বল কি উপায় আছে? এ সবের তত্ত্ব কিছু রাখ? অক্ষয়, কবিতা লিখে থাক। ՖԵ বল আমি কি করি এখন? হরিনাথ দিন দিন উত্থান-শকতি-হীন, বুঝি তার নিকটে মরণ। বল আমি কি করি এখন? Sమ এ দিকে পিরীতে নাহি সাধ। ও দিকে নলিনী বলে পত্যজ না পরের ছলে, করি নি তোমার অপরাধ।” এ দিকে পিরীতে নাহি সাধ। & о ও দিকে ছাড়িয়া যাওয়া দায়। নট নহি, জান তুমি, ধরা নয় রঙ্গভূমি, ছাড়াছাড়ি কথায় কথায়। ও দিকে ছাড়িয়া যাওয়া দায়। ૨ છે নহি আমি কাব্যের নায়ক, নলিনী নায়িক নয়, কি উত্তর—সে যা কয়? হরি মরে, মরা নহে সর্ব্ব। নহি আমি কাব্যের নায়ক।