পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/৫১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১১২ অক্ষয়কুমার বড়াল-গ্রন্থাবলী २९ পড়েছি বিষম সমস্যায়। প্রাণ ল’য়ে খেলা করা, প্রাণে মারা, প্রাণে মরা; বঁচি, বঁাচে, বল কি উপায়? পড়েছি, বিষম সমস্যায়। 9th October 87 [?? oro won J বেহারিলাল কোথা পেলে এ বঁাশরী, কোথা এ চাতুরী? যমুনার স্রোত পুন বহিছে উজানে। চমকে বিকল মন, প্রেম-কুঞ্জ-পানে ছুটিতেছি শূন্তে চেয়ে মর্ম্মে মর্ম্মে ঝুরি। সংসার আড়ালে পড়ি কোথা ঘোরে ফেরে। ঘুমায়ে পড়িছে ধরা রূপে, প্রেমে, গানে। কোন কদম্বের তলে বুলি অভিমানে— আশা, স্বপ্ন, স্মৃতি ল’য়ে, দেহ গেছ ছেড়ে। লতায় ফুটেছে ফুল, ফুলেতে ভ্রমর, শাখায় কাকলী ধীর, ছায়ায় হরিণী, জলদে তরল জ্যোহ্মা, জ্যোস্নায় অঙ্গরী, সমীরে মদির শ্বাস, শ্বাসে বিরহিণী | কার তরে ঝরে তব পুণ্য-অশ্রুজল। কে সেই সুন্দরী, তার হউক 'মঙ্গল। 18/1/88 [ ১৮ই জানুয়ারি, ১৮৮৮ ]