পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/৫২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

कि निकांभ भशङ%, কি নীরব মন্ত্র-জপ, কি আত্ম-নিগ্রহ। কোটি নদী সে হৃদয়ে গিয়েছে বিশুষ্ক হয়ে, বায়ু কেঁদে ফেরে, কোটি তরু শুকায়েছে, হিমাদ্রি ফাটিয়া গেছে, নির্ম্মমত। হেরে। ভয়ে মেঘ নাহি ঝরে, দৃষ্টিতে বিহঙ্গ মরে, শ্বাসে ভাষা লয়। বুকে মরীচিকা খেলা, তবু কিবা হেলা-ফেলা। —প্রণম’, হৃদয়। 19/1/84 { ১৯এ জাহুয়ারি, ১৮৮s ] [ কনকাঞ্জলি’ পৃ ২১-২২ “এত বুঝি” শ্লষ্টব্য।—সম্পাদক ] কেন এত ফোটে ফুল? কেন এত ফোটে ফুল, শুকাতে না তুলিতে? কেন এত ডাকে পাখী, ভুলাতে না ভুলিতে? কেন এত বহে বায়ু, হুলাতে না ছলিতে? কেন আঁখি অনিমিখ, জ্বালাতে না জ্বলিতে। 29-1-88 [ Əzəq əttwwffi, svv• ]