পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/৫২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিবিধ: কবিতা ও कांम ›oግ এ হৃদয় নহে, দেবি, প্রেম-উপহার। বন-পথে যেতে যেতে, প্রভাত-সমীরে মেতে, না জেনে গিয়েছে উবে, সৌরভে বাহার— যত্নে রেখেছিন্ন ঢেকে, যে-টুকু আমার! তুলিতে তুলিতে ফুলে, কি তুমি তুলেছ ভুলে। না জেনে প’ড়েছ গলে প্রেম-ফুলহার। এ স্বধু হারান কুড়ান ছুটি ভুল হুজনার! দিও না ফিরায়ে তবে ভুলটি আমার। আপনি গিয়াছে যাহা, কি হবে লইয়। তাহt? একবার গেছে যবে, যাবে আরবার। মুধু দিতে হাতে হাতে কলঙ্ক লাগিবে তাতে। নয় হাতে হাতে ভেঙে যাবে মনটি আমার। —সরলতা দেখাইতে এসে না ফিরিয়ে দিতে, ভেঙে না সরল মন,—স্বতঃ উপহার। শপথ তোমার। সমাজ-পীড়নে সমাজ-পীড়নে যদি বহে তব অগ্রস-নদী, কাদিও না, প্রিয়ে। রাখ বুকে মাথা তুমি, আঁখি তব চুমি-চুমি, দেই গো মুছিয়ে। কাদিও না, প্রিয়ে। ভাবী-বিরহের ভয়ে, যদি তব অঞ্জ বহে, কাদ’, তবে কঁাদ’।