পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/৫৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সমালোচকের প্রতি > হে প্রিয়, ভাবিয়া দেখ কি দোষে।” আমারে; কোন বীজ কোন ক্ষেত্রে হ’য়েছে পতিত? কোন চার প্রতি দিন হ’য়েছে বৰ্দ্ধিত সুখে-তাপে, স্নেহ-শ্বাসে, উৎসাহ-আসারে? সময়ে না রস পেয়ে দারুণ তৃষায়, কত চার হইয়াছে অশনি কঠিন; ন। দেখে আলোক-মুখ পড়িয়া ছায়ায় কত চার হইয়াছে রুগ্ন বিমলিন। ন। পেয়ে নবীন বায়ু প্রশ্বাস খসিয়া, কত চার। উগরিছে জলন্ত গরল। অযত্ন-বৰ্দ্ধিত তবে অরণ্যে আসিয়া, কেন চাও ফুলগুচ্ছ পিক কল কল? বজ্রপাতে ঝঞ্চাবাতে এসে একদিন, উষ্মণদের নৃত্য গীত শিখণব,—প্রবীণ। কবি নয় চিত্রকর, ঘুটে ঘুটে নানা রঙ ধরিবে তোমার আঁখি পরে; চাবে তব মুখ-পানে ভিক্ষণর সজল নেত্রে কি হ’য়েছে জানিবার তরে। স্নেহময়ী প্রকৃতির হললিত শিশু কবি, যখন যা মনে ধরে তার,— খেলিবে তাহাই ল’য়ে, কি হবে খেলার পরে জানে না ধারে না তার ধার। VL অবস্থার শিখরে উঠিয়া, অৰস্থার গরতে লুটিয়া,