পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/৭৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সবে যুঝে প্রাণ-পণে জয়ী হ’তে এই রণে, পরাজয়ে—মরণ-বিরাম। পরম্পরে রাশি রাশি হানে অশ্রু, হানে হাসি— ক্ষত হৃদি, তবু কি আরাম। জীবন-সংগ্রাম বিষম জীবিকা-রণ যুঝে যুঝে অনুক্ষণ, —হ। বিধি-লিখন। ঘুচে গেল সে মত্ততা, সে সুখ-কল্পনা-কথা, সে দূর-স্বপন। আর সে কৈশোর-স্মৃতি নাহি ফুটে নিতি নিতি কবিত-সুবাসে; আর সে যৌবন-রাগে শত প্রাণ নাহি জাগে উল্লাসে উচ্ছ্বাসে। ঘুচে গেল সে রোদন— কোকিলের কুহরণ, তরুর মর্ম্মর; ঘুচেছে সে অশ্রুধারা— ঘাসে ঘাসে কেঁদে সারা শিশির সুন্দর। ঘুচেছে সে প্রেম-আশ— সাগরের পুণোচ্ছ্বাস, প্রলয়ের দোলা—