পাতা:অক্ষিতত্ত্ব.djvu/১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

.VIII ভূমিকা | নিক গ্রন্থ অধ্যাপকের সাহায্য ব্যতিরেকেও যাহাতে ছাত্রদিগের বোধগম্য হইতে পারে, অনুবাদকালীন তদ্বিষয়েও বিশেষ দৃষ্টি রাখা হইয়াছে। সত্বর প্রকাশিত করিবার মানসে পুস্তক খানি ভিন্নং মুদ্রণযন্ত্রে মুদ্রিত হওযায়, পত্রীঙ্কের ক্রমতা রক্ষিত হয় নাই; এবং মুদ্রি S অংশ আপাততঃ প্রথম খণ্ড এই আখ্যায় প্রকাশিত করিয়া, অবশিষ্ট অংশ যাহাঁতে সত্ত্বর প্রকাশিত হন, তদ্বিষয়ে বিশেষ যত্নবান রহিলাম। এক্ষণে ইহাতে ছাত্রদিগের কিঞ্চিৎ উপকণর দণিলেই পরিশ্রম সার্থক হইবে। এস্থলে, ইহাও স্বীকার করা উচিত যে, এতাবৎ কাল পর্য্যন্ত বাঙ্গল। ভাষায় চিকিৎসাশাস্ত্রসম্বন্ধে যে২ গ্রন্থ সঙ্কলিত হইয়াছে, অনুবাদকালে তন্মধ্যে কোন২ গ্রন্থ হইতে আমি কিঞ্চিৎ উপকার প্রাপ্ত হইয়াছি। পরিশেষে, কৃতজ্ঞ ভণসহকারে স্বীকার করিতেছি যে, আমার পরমবন্ধ কলিকাতা সংস্কৃত কলেজের কৃতবিদ্য ছাত্র ত্রযুক্ত কৃষ্ণহরি ভট্টাচার্য্য মহাশয় এই বিষয়ে আমাকে সম্পূর্ণ সাহায্য করিয়াছেন; এজন্য আমি তাহার নিকট বিশেষ বাধিত থাকিলাম। o যোড়াসাঁকো, Y. ক্রলাল মাধব মুখোপাধ্যায়। খৃঃ ১৮৭৪ অব্দ। )