পাতা:অক্ষিতত্ত্ব.djvu/১৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পক্ষাঘাত এবং পুটমুদ্রণ। NY'R চেষ্ট। দেখিতে হয়। কিন্তু তৃতীয় শ্রেণীস্থ রোগ সকলে, পঞ্চম-স্বায়ুর কোন শাখ। সাধারণতঃ আক্রান্ত হইয়াছে, অগ্রে তদনুধাবন করা বৈধ *'; এবং এই বিষয় নির্ণয় করিবার নির্মিত্ত অক্ষিপুটোপরি নানাদিকে প্রতিচাপ দিতে হয়। যেমন, সুপ্রা-অর্বিট্যাল স্নায়ুর মুখদ্ধারে প্রতিচাপ দিবার সময় এরূপ অনুসন্ধান করিতে হয় যে, পুটমুদ্রণ বা স্পন্দন এই প্রতিচাপে স্থগিত হইতেছে কি না। অপিচ এইরূপে আমরা ডেণ্ট্যাল ফোরমেনে ( Dental foramen )অর্থাৎ দন্ত্যছিদ্রে নিম্নস্থ দন্ত্য স্বায়ু ( Inferior Dental nerve) পরীক্ষা করিতে পারি। এই পরীক্ষণয় যদি পঞ্চম-স্বায়ুর শাখ মধ্যে উত্তেজনার বিরাম স্থান অনুভব হয়, তবে বোধ হয়, স্নায়ু বিভাগ করিয়া, আর্বিকিউলারিজ পেশীর স্প্যাডম ব| সহস-মুদ্রণ রোগোৎপাদক স্নায়বীয় কার্য্যপরম্পরা নিবারণ করিতে পারা যায়। মুখমণ্ডলের দুই পাশ্বাস্থ স্নায়ু সকল বিভাগ করাও অবশ্যক হইতে পারে। প্রথমতঃ এই তাসুপ্রক্রিয়ায় কোন উপকার হইয়াছে এমত অনুভব হইতে পারে না; কিন্তু যখন এই পুটযুদ্রণ ক্রমশঃ অপনীত হইয়া যায়, তখন রোগী বিলক্ষণ তারাম বোধ করিতে থাকে। দুর্ভাগ্যক্রমে বাহুত; এইরূপে উপশমিত হুইয়াও এই রোগ কখনই প্রত্যাবর্ত্তন করে। বেফারস্প্যাজম্ অর্থাৎ পুনঃ২ পুটমুদ্রণ বা স্পন্দন রোগ নিরাময় করিতে अनानि যে সকল ঔষধ প্রয়োজন হইতে পারে, তন্মধ্যে তড়িত সম্বন্ধীয় অবিচ্ছিন্ন প্রবাহ এবং চর্ম্ম নিম্নে মফিয়ার পিচকারি দেওয়াই প্রধানতম ঔষধ। অস্ত্র চিকিৎসার পূর্ব্বেই এই সকলের গুণ পরীক্ষা করা উচিভ। এথমতঃ সু প্র-অর্বিটাল স্বায়ুর শাখা সকলের অবস্থানোপরি পিচকারি দেওয়াই বৈধ। z এইরূপ রোগে অত্যন্ত সতর্ক হইয়। দন্ত পরীক্ষা করিতে বিস্মত হওয়৷ উপযুক্ত নহে। কেরিয়সু রোগগ্রস্ত দন্ত উত্তোলিত করিলে বোধ হয়, এই রোগ একেবারেই নিরাময় হইয়া যাইতে পারে। এইরূপে যদি পঞ্চম-স্বায়ুর শাখ সকল ক্ষত কলঙ্কত Î57 (Cicatricial tissue ) ątzi লভিভ হয়, তবে সেই টিমু বিভাজিত করিয়, তজনিত সেন্সিয়েন্ট ফাইস্বী (Sensient fiber ) অর্থাৎ স্বায়ুর স্পর্শচেতন স্বত্র সকলের উত্তেজনা তিরোহিত করা উচিত। বাস্তবিক সদ্বিবেচনা এবং উপযুক্ত ঔষধ ব্যবস্থ৷ স্বল্পজমির এই ভয়ানক কষ্টকর রোগের নানাবিধ স্থল যথার্থ অনুমান ইরিভে ও তাহ সফলদায়করূপে নিরাময় করিতে সমর্থ হইয়া থাকি, f » « Maladies des Yeux,” par M. Wecker, vol. i. p. 681. আমরা সচরাচর “ চক্ষু লাফাইতেছে ” “চক্ষু নাচিলেছে ই হ্যাদি শব্দে এই * GGtttDtttBBB BBSB BB BBYYBBg gAB S