পাতা:অক্ষিতত্ত্ব.djvu/১৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

একটোপিয়ম। ზაა স্থানকে বিশ্রান্তভাবে রাখা উচিত। যে খণ্ড কর্তম করিয়া আনিতে হয়, তাহার একাদ্ধ ক্ষভকলঙ্কিত পার্শ্ব হইতে এবং অপরাদ্ধ অপর পার্শ্ব • হইতে ১৭ শ, প্রতিকৃতি। অনিয়ন করিতেও পারা যায়। কিন্তু সকল অবস্থাতেই, উইল যে ক্ষতস্থান পুরণ করিবার অভিপ্রায়ে আপনীত হয়, তদপেক্ষ কিঞ্চিৎ বৃহৎ হওয়া উচিত। বাস্তবিক কেহই অত্যন্ত বৃহৎ অংশ ছেদন করিয়া আনেন না; ভ্রমক্রমে প্রায়তঃ ক্ষুদ্রতর অংশই ছেদন করিয়া আনেন। পূর্ব্বেই উল্লিখিত হইয়াছে যে, কতিপয় মূল নিয়ম উল্লেখ ব্যতীত এইরূপ অস্ত্র প্রক্রিয়ার কোন বিশেষ বর্ণনা করিতে পারা যায় না; রোগীর অবস্থানুসারে উহার প্রভেদ হইয়া থাকে। একটা নালীপথ সঙ্কুচিত, অথবা তাহার চতুষ্পাশ্বস্থ টিসু সস্তুতি ও অক্ষিকেটের প্রাচীরে সংলগ্ন হুইয়াও একৃটোপিয়ম রোগ অভু্যদিত হইতে পারে। কিন্তু অস্থি-পীড়াজাত ব্যতীত এই স্থানে প্রায়ই নালীপথ উৎপন্ন হয় না; এবং অস্থির পীড়ণজণত হইলে, আগ্রে পীড়িত অস্থি নিষ্কাশিত না করিয়া, একৃটোপিয়ম আরোগ্য করিতে যত্ন করা বৃথা মাত্র। পীড়িত অস্থি নিষ্কাশিত হইলে উপরি-বর্ণিত একতর অস্ত্রপ্রণালী অবলম্বন করিয়া, অক্ষিপুটকে স্বস্থানে প্রত্যণনীত করিতে হয়। অক্ষিপুটের এই বক্রতা সচরাচর অধিক দূর পর্য্যন্ত হয় না, এবং তাছা না হইলে নলীপথের চতুস্পার্শ্ব সংলগ্ন টিসু সকল যত্ন পূর্ব্বক খণ্ডিত করিয়া, অক্ষিপুটকে ক্ষত্তকলঙ্কিত স্থানের সঙ্কোচন হইতে রক্ষণ করত:, চক্ষুকে মুদিত করিয়া রাখা অত্যাবশ্যক। এই খণ্ডিত স্থানের প্রান্ত তারের সুচার দ্বারা একত্রীভূত,এবং সাধারণতঃ তৎসঙ্গেং একখণ্ড অনাৱত কনুজংটণইভাও কর্ত্তন করিলে,