পাতা:অক্ষিতত্ত্ব.djvu/১৭৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তক্রথলিতে স্ফোটক। ১৫৭ পাট সতত সংলগ্ন করা বিদেয়। এবম্বিধ রোগে, বিশেষতঃ দাতব্য চিকিৎসালয়স্থ রোগীতে ডাক্তার ম্যাকনামার সাহেৰ কদাপি জলে কাব্যবহার করেন না; কারণ জলে'ক ব্যবহারে অপকার ভিন্ন কোন উপকার দর্শে না; এবং প্রদাহ উদ্রিক্ত ভিন্ন নিবারিত হয় না। প্রকৃত রূপে পুয়োৎপত্তি হইলে, স্ফোটকের উপর পোলটিস সংলগ্ন করিয়া অনবরতঃ দুই ঘন্ট। অন্তর তাহ পবিত্ত ন করিতে হয়। যদি উষ্ণ জলের সেক, প্রদানে স্ফোটকের এমত কোন উপশম রোধ হয় না যে, অশ্রথলির উপরিভাগে প্রতিচাপ প্রদান করিলে, স্বাভাবিক পথ দিয়া স্ফোটকের অন্তর্ব্বত্তী পূয় পদার্থ নিঃস্থত হইয়া যায়, তবে একটা ক্ষুদ্র ডাইরেক্টর শলাকা পংটমের মধ্য দিয়া থলিমধ্যে প্রবেশিত করিবার চেষ্ট। দেখা উচিত। তৎপরে উক্ত শলাকা উত্তেলিত করিয়া থলির উপর প্রতিচাপ প্রদান করিলে উক্ত শলাকার ছিদ্র দিয়৷ পূয় নিঃস্থত হইয়। আইসে * এই উপায় দ্বারা স্ফোটক উপশমিত ন হইলে, রোগীকে ক্লেরোফর্মের তাধীন অনিয়া, মিটার ক্রিচেট সাহেবের ল্যাক্রিম্যাল ডাইরেক্টর, পংটম এবং ক্যানালিকিউলসের মধ্য দিয়া থলিমধ্যে প্রবেশিত করিয়, তৎসঙ্গেং একখানি ছুরিক নিমজ্জিত করিয়া, পংটন্থ ও ক্যানলিবিউসকে সম্পূর্ণ রূপে বিদারিত করিতে হয়। এইরূপেও যদি স্ফোটক বিদারিত না হয়, তবে স্ফীত অক্ষিপুটদ্বগকে যতদূর পারা যায় ততদূর বিযুক্ত করিয়া, ছানি উত্তোলন করণোপযোগী ছুরিকার (ক্যাটার্যাক্ট নাইফ প্রশস্ত পাশ্বভাগ অক্ষিগোলকের অভিমুথে ন্যস্ত রণথিয়া, তাহীকে পুটদ্বয়ের মিলন ও ক্যারঙ্কলের মধ্যবর্তী নিম্ন স্থল দিয় অপ্রাথলিতে প্রবিষ্ট করিতে হয়। ইহাতে সহনা, বিশেষতঃ থলি তরল দ্রব্য পুর্ণ থাকিলে, অস্ত্র অনায়াসেই থলিমধ্যে প্রবিষ্ট হইতে পারে। এইরূপে স্ফোটক বিদগরিত হইলে, বাহ দিক হইতে উহাকে বিদারিত করিবার ক্লেশ ভোগ করিতে হয় না। ছুই এক স্থলে উক্ত অংশ এত স্ফীত হয় যে, উল্লিখিত উপায়দ্বয়ের কোন উপায়েই স্ফোটক বিদারিত করা যায় না; তথায় স্ফোটকের উন্নত উপরিভাগে একেবারে অস্ত্র নিমজ্জিত করা বিধেয়; তৎপরে পূয় নিঃস্থত করিষ। যতদিন পর্যন্ত ন পূয় পুনৰুৎপন্ন হইতে স্থগিত হয়, ততদিন পর্যন্ত উক্ত স্থানে তাত্র বস্ত্র সংলগ্ন করিয় রাখিতে হয়। جیسے যাহাঁহউক আমরা যতই যত্ন করি, থলি হইতে চর্মের উপরিভাগ পর্যন্ত একটি নালীপথ উৎপন্ন হইয় পড়ে। এই নলীখথ মধ্য • “A Practical Study of Diseases of the Eye,” by H. W. Williams, M. D. Boston, U.S. 1862.