পাতা:অক্ষিতত্ত্ব.djvu/১৭৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Sob- অশ্রুপথ সকলের রোগ সমুহ। দিয়া অনবরতঃ অশ্রু নির্গত হইতে থাকে; এবং সেই পথের চতুস্পার্শ্বস্থ চর্ম্ম স্থল এবং উন্মোচিত হইয় পড়ে; সুতরাং আচ্ছাদক চর্ম্ম সমুচিত ছইয়া পড়িলে, একৃট্রোপিয়ম রোগ উৎপন্ন হইয়া রোগীকে যথেষ্ট ক্লেশ প্রদান করিতে পারে | ফিশ্যুলা ল্যাক্রিম্যালিস্ (Fistula Lachrymalis) ai নেত্রনালী –উপযুক্তি অশ্রুথলীর নলীপথ সচরাচর থলির অবরোধ ও স্ফোটকের পর প্রকাশিত হইয়া থাকে। অপায় কিম্বা অন্য কোন কারণে চর্ম্ম হইভে থলী পর্য্যন্ত সংযোগ পথ ঘটিলেও উহা প্রকাশিত হইতে পারে। এই পথ আবিভূত হইলে, নাস প্রণালী অবৰুদ্ধ হইয়। উক্ত সংযোগ পথ সতত উন্মুক্ত থাকে, এবং অশ্রু পংটার মধ্য দিয়া আসিয়া নাসিক মধ্যে প্রবেশ না করিয়া, উক্ত নলীপথ দিয়া বহির্গত হইয়া যায়। চিকিৎসা –প্রথমে নাসা প্রণালী প্রসারিত করিয়া, নাসারন্ধে, তাশ্র গমনের পথ উন্মুক্ত করা সম্ভব হইলে, তাহাই করা সর্ব্বাপেক্ষী শ্রেয়ঃ। পুর্ব্বে একটী ষ্টাইলু (Stile) * নালীপথের মধ্য দিয়া নাসা প্রণালী মধ্যে প্রবেশনন্তর তাহীকে তৎস্থ নে স্থায়ী রণথিয় এই বিষয় সংসাধিত হইত। উহাতে কিছুদিন পরেই পথ প্রসারিত হইয়। লালী পূর্ণ ও আরোগ্য হইয়া যায়। কিন্তু এই উপায়ে টাইলকে উক্ত স্থানে অবস্থিত রাখাই কষ্টকর এবং যদিও এই অভিপ্রায় সংসাপনের নিমিত নানাবিধ বুদ্ধিকৌশল উদ্ভবত হইয়াছে, কিন্তু তত্তাবতে বেণা প্রকার ফল দর্শে নাই। এক্ষণে ষ্টাইল ব্যবহারও পরিত্যক্ত হইয়ছে। অস্ত্রবিদ্যাবিৎ চিকিৎসকের ষ্টাইলের পরিবর্তে পূর্ব্বোক্ত প্রকারে পংটমূও ক্যানালিকিউলস্ বিদারিত করিয়া, একটী প্রোব অপ্রাথলি মধ্য দিয়া নাসা প্রণালী মধ্যে প্রবিষ্ট করতঃ, নাসারন্ধ মধ্যে প্রবেশিত করিয়া থাকেন (১৯ণ প্রতিরুতি দেখ)। ১৯ শ প্রতিকৃতি

  • ষ্টাইল এক খণ্ড ক্ষুদ্র রৌপ্য তার মাত্র। উহার বেধ প্রায় ৮ ইঞ্চি; এবং উহ! প্রায় সাৰ্দ্ধৈক ইঞ্চি পরিমিত দীর্ঘ। উহার এক প্রস্ত পিটিয়া স্থলকোণে বত্রীকৃত, এবং তদুপরি উহার মস্তক সন্নিবিষ্ট আছে।