পাতা:অক্ষিতত্ত্ব.djvu/১৮৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২৮ অশ্রুপথ সকলের রোগ সমূহ। পুটের অন্তরাবরক মধ্যে অনুভুত হইয়া থাকে ”* অর্ব্বদের আকার যতই বৰ্দ্ধিত হইতে থাকে, অক্ষিগোলকের গতি ততই প্রতিৰুদ্ধ হয়; এবং এমত কি, পরিশেষে এক্সঅপথ্যtলমসূও ঘটতে পারে। রোগী ক্রন্দন করিলে এই টিউমার সহসা স্ফীত হয়; এবং এই ঘটনাই এই রোগের বিশেষ লক্ষণ। t নিং হল্যক সাহেব বলেন যে, অক্ষিপুটে স্ফোটক উৎপন্ন হুইলে, বা উহ! আঘাতিত হইলে, যদি অমনোযোগ করিয় ভশহ উপশমিত করা ন৷ যায়, তবে প্রধানতঃ এক বা উভয় অশ্রপ্রণালী প্রতিরোধিত হইয়। এই রোগের উৎপত্তি হয়। কিন্তু এই রোগ সচরাচর হইতে দেখা যায় না। বহির্গত হইতে ন পাওয়ায়, অশ্র অবৰুদ্ধ স্থানের পশ্চাতে সঞ্চিত হওতঃ প্রণালীকে প্রসারিত করিয়া রাখে | চিকিৎসা 1—তাক্ষিপুটের অন্তর্ভাগ হইতে সিন্ট মধ্যে একটা পথ প্রস্তুত করিয়া দিতে পারিলে, তাহ দেওয়া সর্ব্বতোভাবে বিধেয়। কারণ তাহা হইলে আশ্র বিগলিত হইয়া অক্ষিগোলকের উপরিভাগে তালিতে পারে। যদি বাছাদেশ হইতে অক্ষিপুটচর্মের ভিতর দিয়া পথ প্রস্তুত হয়, তবে তাহতে একটী বিলক্ষণ কষ্টপ্রদ নালী চিরকালের নিমিত্ত সমুদিত হুইয়া রছে। sepsifgā atzīt (Fistulæ of the Lachrymalgland) – অশ্রুগ্রন্থিতে স্ফোটক হইলে, বা উহ। তাপীয় গ্রস্ত হইলে,পরিশেষে উহাতে একটা নালী উদিত হইতে পারে। তাশ্র গ্রন্থির অভিমুখে প্রধাবিত নালী এইরূপে উৎপন্ন হইয়া, উৰ্দ্ধাক্ষিপুট চর্ম্মে স্থায়ী থাকিতে পারে। উহা হইতে পুটচর্বোপরি, পরিষ্কৃত তরল পদার্থ সতত নিঃস্থত ও প্রবাহিত হইয়। আইসে; এবং তন্মধ্য দিয়া অশ্রু গ্রন্থির অভিমুখে একটা প্রোব প্রবেশিত হইতে পারে। এইরূপ স্থানে যতদূর নালী হইয়াছে, ততদূর পর্য্যন্ত একটী প্রোব প্রবিষ্ট করতঃ অক্ষিপুটকে উল্টাইয়া কন্‌জংটাইভার মধ্যদিয়া উক্ত প্রোব পর্য্যন্ত বিদারণ করিতে হয়। ইহাতে পুটীয় কন্‌ভং টাইভায় অপর একটা নলী হইয়া, অশ্রু স্বকীয় নির্দিষ্ট স্থানে অর্থাৎ চক্ষুতে প্রবাহিত হইয়। আসিতে পfরে। তৎপরে অক্ষিপুটের বহির্দেশস্থ নলী মুখদ্ধারে য়্যাকৃচুয়্যাল কটারি (Actual cautery) (অর্থাৎ উহু। দশহিত করিয়া ক্ষয়িত করিতে হয়। কারণ তাঁহা হইলে, উক্ত স্থান ঘূে প্রদাহাম্বিত হুইবে, তাহতে কটগরি দ্বারা কিয়দংশ স্থান বিচু্যত হইয় পড়িলে, বাহ নালী দ্বার মুদিত হইয়া যায়। *

  • Mr. J. W. Hulke on Dacryops Fistulosus: Oph. Ilosp. IReports, vol. i. p. 285.