পাতা:অক্ষিতত্ত্ব.djvu/১৯৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* স্কুরোটকের রোগ সমুহ। যে সনয়ে স্কারোটিক বিভেদিত হইয় পড়ে, অর্থাৎ ফাটিয়া যায়, তখন। লেন্স তাইরিসকে এবং সচরাচর কিয়দংশ কোরইড সঙ্গেই আবর্ষণ করিয়৷ ” উক্ত রিভেদনের মধ্য দিয়া বহির্গত হইয়া আইসে। অপিচ ভিটিয়সূও বছিভূত হইয়া আদিতে পারে, এবং বস্তুতঃ চক্ষু মগ্ন অর্থাৎ চুপসিয়৷ (Collapse) সম্পূর্ণ বিনষ্ট হইয়া যায়"। অপেক্ষাকৃত সামান্যতর স্থলে, u BBB SBBBB BBBS BBBBB BD DDDBS BBBD হইয়। তৎপশ্চাদ্ভাগে রক্তস্রাব হইতে তারিস্তু হইলে, রেটিন বিশ্লিষ্ট হইয়া যাইতে পারে। এইরূপে য়্যান্টেরিয়র ও ভিটিয়স চেম্বীর রক্ত পূর্ণ হইয় পড়ে, এবং সেই রক্ত আশোষিত বা অবস্থত হইয়া ন যাইলে, চক্ষুর ফণ্ডস্ অর্থাৎ তলদেশ কিরূপ আহত হইয় থাকে, তাছা নির্দেশ কর। অত্যন্ত তাসম্ভব। নিষ্পেষণ (CONTURI০৯s) —স্কুরোটিক কিঞ্চিৎ নিস্পিষ্ট হইলে, তাহা যদিও বাহ্যতঃ সামান্য বলিয়া বোধ হয়, কিন্তু তাহীতে কালক্রমে ভিটিয়সে ভয়ানক পরিবর্তন উপস্থিত হইতে পারে। বোধ হয়, রোগী নিষ্পেষণের সময় যে২ অবস্থা ঘটিয়াছিল তৎসমুদয়ই বিম্মত হুইয়া যায়, এবং পরিশেষে চিকিৎসকের নিকট দৃষ্টি ক্রমশঃ হ্রাস হইয়া তপসিতেছে ও তাহার দৃষ্ট-ক্ষেত্রের সমুখ ভাগে রঞ্চবর্ণ পদার্থ সকল ইতস্তত: ভাসমান রছিয়াছে বলিযাই অভিযোগ করিয়া থাকে। তাক্ষিবীক্ষণ যন্ত্র দ্বার। পরীক্ষণ করিলে, ভিটিয়স তরল এবং তন্মধ্যে ক্ষুদ্র ২ পাটল অথবা কৃষ্ণবর্ণ কলঙ্ক ইতস্ততঃ ভাসমান হইতে দেখা যায়। ইহা স্পষ্টই প্রতীয়মান হইতেছে যে, অtঘাত-জনিত পরিপোষণ-বিশৃঙ্খলায় ভিটিয়স পদার্থ ক্রমশঃ পরিবর্তিত হইতে থাকে; এবং রেটিন প্রকৃত আধারের অভাবে বিশ্লিষ্ট হয়, ও তজন্য রোগীর দৃষ্টিশক্তি একেবারে বিনাশিত হইয়া যায়। ভাবিফল –স্কুরোটিক ভয়ানক রূপে অtহত অথবা অপায়িত হইলে, ভাবিফল অনুধাবন করিয়। আমরা অভ্যন্ত অসন্তুষ্ট হইয়া থাকি। কারণ, সীমান্যতর স্থলেও পূর্ব্বোল্লিখিত উপসর্গ সকল অর্থাৎ রেটিনার বিশ্লেষ অথবা ভিটিয়সের অপকর্ষ ইত্যানি ঘটিয় দৃষ্টিশক্তি হ্রসিত হইতে পারে পরিশেষে ইহও বক্তব্য যে, স্কুরোটিকের এবম্বিধ অপায়ে কোরইডও পীড়িত হইতে পারে, এবং তদানুষঙ্গিক ম দফল সমূহ স্থচিত হইয় থাকে। এই বিষয় কোরইডের রোগ সমূহ প্রকরণে বর্ণিত হুইবেক। চিকিৎসা –স্কুরোটিক উদ্ভেদিত (Ruptured) হইলে, যদি বিদারিত স্থান দিয়া অধিক পরিমাণে ভিটিয়স বহির্গত না হয়, তবে উক্ত

  • Sce several cases reported by Mr. Hulkc: Ophthalmic IIospital Ireports, vol. i. p. 292.